(দিনাজপুর২৪.কম) দিনাজপুরে বিসর্জনের মধ্য দিয়ে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা সমাপ্ত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদযাপিত হয়। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা। এছাড়াও বিদ্যার এই দেবীকে স্মরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু ধর্মীয় শিক্ষার্থীরা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ প্রধান উৎসবকে ঘিরে দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় আমেজ। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজকে নতুন রুপে সাজিয়ে শিক্ষার্থীরা শ্রী শ্রী সরস্বতী পুজা পালন করেছে। ২৪ জানুয়ারী বুধবার দিনাজপুর শহরের সাধুরঘাটসহ বিভিন্ন ঘাটে শ্রী শ্রী সরস্বতী দেবীকে বিসর্জন দেয় হিন্দু ধর্মাবলম্বীরা। বিকেল থেকে শহরের বিভিণœ স্থান থেকে আসা দেবী ভক্তরা সরস্বতী দেবীকে নিয়ে যায় ট্রাক্টর, ভ্যানে করে। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে বিসর্জন দিতে আসা দিনাজপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.