সুকুমার দাস (দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ে এল.জি.ডি. র্নিমিত বিভিন্ন সড়কে বেহাল দশা করেছে ১০ চাকার ট্র্যাক দেখার কেউ নেই। পঞ্চগড় ব্যারিস্টার বাজার এর পশ্চিম সড়ক যা দিয়ে ভেলকুপাড়া, দেবনগর, ময়নাগুরি হয়ে ভজনপুর ডিগ্রি কলেজ হয়ে হাইওয়ে রাস্তায় যোগ হয়। এই রাস্তায় প্রচুর ১০ চাকার কারনে রাস্তা ভাঙ্গন সৃষ্টি হয়। পঞ্চগড় জেলার এল.জি.ডি র্নিমিত পকেট সড়কগুলির বেহাল দশা করেছে পঞ্চগড়ে পাথর, বালি ব্যবসায়িরা। এসব সড়ক দিয়ে এখন সাধারণ ছোট যান বাহন ও সাধারণ মানুষ চলাচলের ভিষন বেঘাত হচ্ছে। এলাকা সূত্রে জানাযায়, ওভার লোডিং ১০ চাকার ট্র্যাক এসব পকেট সড়কগুলি বিভিন্ন জায়গায় ফেটে ভেঙ্গে যাওয়ায় এখন আর ছোট যান বাহনের চলাচল করার ভীষন ভাবে অসুবিধা হয়ে পড়েছে। তাছাড়া পঞ্চগড়ের পাথর বালির ব্যবসায়িরা রাস্তার দুপাশে পাথর বালি ফেলে সড়কগুলো তারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছে। এজন্য বিভিন্ন সময় নানা দূর্ঘটনা ঘটে। এ বিষয়ের প্রতিপক্ষের কাছে বার বার অভিযোগ করেও এলাকাবাসীর কোন লাভ হয়নি। বেধারছে চলছে ১০ চাকার গাড়ি। ভাঙ্গছে সড়ক, বারছে মানুষের দূর্ভোগ। এ বিষয়ে পঞ্চগড় এল.জি.ডি প্রোকৌশলীর কাছে এ বিষয়ে কথা বললে তিনি জানান, আমরা আমাদের স্টিমেট অনুযায়ী কাজ করেছি এখন যদি ঐসব সড়ক দিয়ে অবৈধ ভাবে ১০ চাকার গাড়ি ঢুকিয়ে রাস্তার ক্ষতি করে সেই বিষয়ে আপনারা লেখা লেখি করতে পারেন। আমরা এল.জি.ডি এর সিভিল ইউঞ্জিনিয়ার দ্বারা স্টিমেট পরিচালানা করে থাকি এতে কোন সন্দেহ নেই।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.