(দিনাজপুর২৪.কম) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি রোহিঙ্গাদের ত্রাণের নামে সাত দিনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রেখেছিলেন। এরপরও সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরিতে হলেও অন্তত তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন। কিন্তু, রোহিঙ্গা ক্যাম্পে এসে সারা দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও খালেদা জিয়া একটি ধন্যবাদও দেননি।
রবিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠনের দেয়া সোলার প্যানেল, লাইটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।
পরে চট্টগ্রামের সাতকানিয়ার ফজলুল্লাহ ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার সোলার লাইট, সাতকানিয়া সমিতি ৫০টি সোলার প্যানেল, চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ ৩ লাখ টাকার চেকগ্রহণ করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন মন্ত্রী।
এসময় ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সঙ্কটে বেগম জিয়া পাশে থাকেননি। তার দলও পাশে থাকেননি এটি দায়সারা গোছের। আর রোহিঙ্গা ক্যাম্পে এসে এক/দুই দিন থেকে চলে গেছেন ফটোসেশন করে।
তিনি আরও বলেন, সারা দুনিয়া রোহিঙ্গা সঙ্কটে আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। আজকে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরুস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন। যেভাবে উদার চিন্তা নিয়ে শেখ হাসিনা সাহসের সঙ্গে এই মানবিক বিপর্যয় মোকাবেলা করেছেন। কিন্তু, বিএনপির কাছে এসব কিছুই নয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
মন্ত্রী পরে উখিয়ার কুতুপালং, বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.