(দিনাজপুর২৪.কম) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার আসামি জেলা ছাত্রলীগ সহ-সভপাতি রিয়াদ আহম্মেদ ওরফে রিয়াদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিউল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক ইকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলকুচির ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে টানা গত ৭/৮ মাস ধরে ধর্ষণর অভিযোগে গত মঙ্গলবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রিয়াদ আহম্মেদসহ ৫জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলাটি দায়েরের পর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার এজাহারে বাদী মেয়েটির মামা উল্লেখ্য করেন, ৭/৮ মাস আগে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন তার ভাগ্নির স্কুলে ছাত্রলীগের কমিটি গঠনের জন্য গেলে তার সঙ্গে রিয়াদের পরিচয় হয়। এ সূত্র ধরেই উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে ধর্ষণ করে সে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.