(দিনাজপুর২৪.কম) দেশে ফিরে যাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খানের বান্ধবী লুলিয়া ভান্তুর। কেন হঠাৎ করেই তার রোমানিয়ায় ফিরে যাওয়া তা নিয়ে বলিউডে জোর জল্পনা তৈরি হয়েছিল। সালমান তাকে সময় দিতে পারছেন না বলেই কি কোনও সমস্যা তৈরি হয়েছে দুজনের মধ্যে! এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বলিউড টাউনে।বলিউডের জল্পনায় অবশ্য জল ঢেলেছেন লুলিয়া নিজেই।
রোমানিয়ার এই মডেল-অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, অন্য কিছু নয়, ভিসা শেষ হয়ে যাওয়াতেই তাকে দেশে ফিরতে হচ্ছে।ইনস্টাগ্রামে লুলিয়া লিখেছেন, কখনও কখনও কোনও রাস্তাই থাকে না। আপানাকে নিয়ম মেনে চলতেই হয়। ভিসা শেষ হয়ে গিয়েছে। তাই ফিরতেই হচ্ছে।
গত দুবছর ধরে জোর জল্পনা, লুলিয়ার সঙ্গে ডেট করছেন সালমান। ভাইজানের পারিবারিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে লুলিয়াকে। তবে কয়েক মাস ধরে টাইগার জিন্দা হ্যায় ছবির রিলিজ ও বিগ বস নিয়ে ব্যস্ত থাকায় লুলিয়াকে সময় দিতে পারছিলেন না সালমান। ফলে লুলিয়াকে সালমান এড়িয়ে চলার জল্পনা আরও তেজি হয়েছিল। এবার তার নিরসন হল। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.