(দিনাজপুর২৪.কম) চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকা ফেটে গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। বিকট শব্দে চাকাটি ফেটে পড়ার পর সফরের অন্য গাড়িগুলোও আটকে যায়। চাকা ঠিক করার পর বেলা তিনটার দিকে আবার রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।
এর আগে গতকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে কুমিল্লাতে যাওয়ার পর একবার গাড়ির চাকা পাংচার হয়। ঠিক করার পর তিনি রাত ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান।সেখানে রাত্রিযাপন শেষে রোববার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
জানা গেছে, রোববার বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছবেন খালেদা জিয়া। এরপর সেখানে তিনি রাত্রিযাপন করবেন।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিবেন।এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া।
সেখানে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিবেন তিনি। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.