(দিনাজপুর২৪.কম) বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর উপজেলার ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ০২-০৬ আগস্ট,২০১৭ অনুষ্ঠিত হলো ৭৯তম ও ৮০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। ০৬ আগস্ট শুক্রবার বেসিক কোর্স পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান প্রমুখ। ৭৯তম ও ৮০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে যথাক্রমে কোর্স লিডার ছিলেন আঞ্জুমান আরা বেবি, সিএলটি সম্পন্নকারী ও মাহবুবুল আলম প্রামাণিক, এলটি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রোভার স্কাউট মিলে যথাক্রমে ৪১ জন ও ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.