(দিনাজপুর২৪.কম) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের (বিএসএফ) এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে হিলি স্থল বন্দর সীমান্তে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক বার্তায় জানান, সোমবার ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হিলি আইসিপি গেইটে সকাল ১১টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজিবির হিলি সিপি কোম্পানী কমান্ডার সুবেদার মাহবুব ও বিএসএফ এর হিলি কোম্পানী কমান্ডার এসি মিথিলেস কুমার এর উপস্থিতিতে বিএসএফের নারী সদস্যরা বিজিবি সদস্যদের হাতে এবং বিজিবির নারী সদস্যরা বিএসএফ সদ্স্যদের হাতে ভাতৃত্ব, বন্ধুত্ব ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ রাখি পরিয়ে দেন।
অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ এর সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সিলেটের তামাবিল সীমান্তেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রীতির এই বন্ধন দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত ও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.