(দিনাজপুর২৪.কম) কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান বিচারপতির কড়া সমালোচনা করে বলেছেন, সিনহা সাহেব, আবোল-তাবোল বলার একটা লিমিট আছে। হেমায়েতপুরে একটা পাগলা গারদ আছে, এটা তো এমনিতে বানানো হয়নি। আপনার যখন এদেশে কিছুই পছন্দ না, তাহলে দেশ থেকে চলে যান; না হলে চিকিৎসা নিন। হেমায়েতপুরের পাগলা গারদে গিয়ে চিকিৎসা নিন।
রোববার (২৭ আগস্ট) দুপুরে রায়ের পর্যবেক্ষণে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মতিয়া বলেন, আপনার মতলবের সীমা নাই, এজন্যই ধরা পড়ে গেছেন। রায়ে বহু অবান্তর কথা বলেছেন। মতলবি কথা কি! জাতির পিতা সমূহ; তাই না?
তিনি বলেন, নারীর সন্তানের পরিচয় একজন পিতার মাধ্যমেই। কোন মহিলা পঞ্চমন্ডবের স্ত্রী হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়।
মানববন্ধনে আওয়ামীপন্থি চিকিৎসক নেতারাও বক্তব্য দেন।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.