(দিনাজপুর২৪.কম) দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ দাসপাড়া এলাকায় দেয়ালের নিচে চাপা পড়ে আরোদা রানী দাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত আরোদা রানী ওই গ্রামের সুধীর চন্দ্র দাসের স্ত্রী। আজ শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ওসি মো. মনসুর আলী সরকার জানান, সন্ধ্যায় প্রবল বর্ষণের সময় বাড়িতে কাজ করার সময় হঠাৎ মাটির দেয়াল আরোদার ওপর ভেঙে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.