(দিনাজপুর২৪.কম) আগামী ৫ আগস্ট ২০১৭ তারিখ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর প্রথম রাউন্ড সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুলাই ২০১৭ তারিখ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস, কিশোরগঞ্জ এ অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: সজল কুমার সাহা, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক আবু তাহা মো: এনামুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, ডা: আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান। সভার শুরুতেই ভিটামিন ‘এ’ এর উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভিটামিন শরীরের জন্য অত্যাবশ্যকীয় এক উপাদান। এটি শরীরে কোনো শক্তি জোগান দেয় না ঠিকই, তবে এটি ছাড়া শরীরের বৃদ্ধি ও বিকাশ হয় না। যদিও ভিটামিন খুব অল্প পরিমাণে দরকার হয়, তবে বেশির ভাগ ভিটামিন শরীরে তৈরি হতে পারে না বলে খাবারের মাধ্যমে চাহিদা পূরণের প্রয়োজন পড়ে। শিশুদের কথা চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর দু-বার ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট ২০১৭ তারিখ দেশব্যাপী এ ক্যাম্পেইন শুরু হবে। কিশোরগঞ্জে যাতে এ ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেজন্য তিনি যথাযথ প্রচারণার উপর গুরুত্ব দেন। উল্লেখ্য, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ -১১ মাস বয়সী শিশুদের এক লাখ ইউনিটের একটি নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সীদের দুই লাখ ইউনিটের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.