(দিনাজপুর২৪.কম) ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে এই প্রথম দর্শক দেখতে পাবেন টিভি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’-এর ভিন্ন ভিন্ন পর্বে সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। এর মধ্যে একটি পর্বের উপস্থাপনায় থাকছেন অপু বিশ্বাস। একেক তারকার নিজের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির এক একটি পর্ব। প্রতিটি গানের শুটিং করার আগে সংশ্লিষ্ট তারকা নিজেই বর্ণনা করেছেন নিজের অভিজ্ঞতা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ইন্টারেষ্টিং লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। তাই আর দেরি করলাম না, এক কথায় রাজী হয়ে গেলাম। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে। এদিকে অনুষ্ঠানের নির্মাতাসূত্রে জানা গেছে, অপু বিশ্বাস নিজের উপস্থাপিত পর্বে ঢালিউডের শীর্ষনায়ক ও স্বামী শাকিব খান সম্পর্কেও অনেক অজানা কথা জানাবেন। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.