(দিনাজপুর২৪.কম) সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে অনাবৃত পায়ে বসা উচিত, কী না এমন বিতর্কে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, তখন ইনস্টাগ্রামে আরও একটি ছবি প্রকাশ করে বিতর্ক চাপা দেওয়ার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই অভিমত প্রিয়াঙ্কাভক্তদের।
তাদের মতে, বাড়তে থাকা সেই বিতর্কের আবহকে সুন্দরভাবে সামাল দিয়েছেন বলিউড অভিনেত্রী।
সমালোচনার মধ্যেই নিজের ইনস্টাগ্রামে সর্বশেষ প্রকাশিত ছবিতে প্রিয়াঙ্কা তাঁর মায়ের সঙ্গে বসে আছেন। দু’জনেরই ছোট পোশাক এবং দু’জনেরই পা অনাবৃত। সেখানে বিতর্ক নিয়ে একটি বাক্যও খরচ করেননি নায়িকা।
ক্যাপশনে শুধু লিখেছেন, ‘লেগ্স ফর দ্য ডে’। যাতে চার ঘণ্টায় ১০০১ এবং এক দিনে পৌনে ৫লাখ লাইক পড়ে। আর লাইকের বহর দেখে এখন অনেকেই বলছেন একটা ছবিতেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন প্রিয়াঙ্কা। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.