(দিনাজপুর২৪.কম) বলিউড সুপারস্টার সালমান খান ও লুলিয়া ভান্টুরের মধ্যে সম্পর্কের কথা কমবেশি সবারই জানা। দুজনের প্রেমের সম্পর্কটা বিয়ের সম্ভাবনাও জেগেছিল গেল বছরজুড়ে। তবে সালমান বলে কথা। এখন পর্যন্ত কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। অবশ্য এর মধ্যে একাধিকবার সালমান-লুলিয়ার মাঝে ফাটল ধরার খবরও শোনা গেছে। সেই ধারাবাহিকতায় এবারো একই গুঞ্জন উঠেছে বলিপাড়ায়। জানা গেছে, সালমান সম্প্রতি ‘দাবাং ট্যুর’-এ সবাইকে নিয়ে গেলেও নেননি লুলিয়াকে। শুধু তাই নয়, এই ট্যুরে তার সঙ্গে অন্যদের পাশাপাশি দেখা মিলেছে অভিনেত্রী ডেইজি শাহ’র। যাকে গত বছর একটি দামি গাড়ি উপহার দিয়ে পুরো বলিউডে ব্যাপক তোলপাড় সৃষ্টি কয়েছেন সালমান। এবার সেই ডেইজি শাহ’র কারণেই নাকি লুলিয়ার সঙ্গে ভাইজানের সম্পর্কে ফাটল ধরেছে। রোববার মেলবোর্নে শেষ হয়েছে দাবাং ট্যুর ২০১৭। হংকং, নিউজিল্যান্ড, সিডনি, অকল্যান্ড, মেলবোর্ন সেরে এবার দেশে ফেরার পালা। বিপাশা বসু, প্রভু দেবা, সোনাক্ষি সিনহা, অক্ষয় কুমারের পাশাপাশি পুরো ট্যুরে সালমানের সঙ্গে ছিলেন মা সালমা খান, ভাই সোহেল এবং বোন অর্পিতা। কিন্তু দেখা পাওয়া যায়নি সালমানের লাভ লাইফ লুলিয়াকে। শোনা যাচ্ছে লুলিয়া দাবাং ট্যুরের মঞ্চে তার সিঙ্গলটি পারফরম করতে চেয়েছিলেন, কিন্তু সালমানের সম্মতি না থাকায় তা করতে পারেননি। ফলে প্রেমিকযুগলের মধ্যে ভাঙন ধরলÑ এমনটাই মনে করা হচ্ছে। সে সঙ্গে ডেইজি শাহ’র আগমনে আরো বেশি চটেছেন লুলিয়া। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.