(দিনাজপুর২৪.কম) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম লেগে ৩-০ গোলের হারে অনেকটা পিছিয়ে থাকলেও শিষ্যদের ওপর ভরসা রাখছেন দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদের কোচ মনে করেন, নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে, প্রথম লেগের হারের ঘাটতি পুষিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার সামর্থ্য রয়েছে তার দলের।
২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে রিয়ালের কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল আতলেতিকোর। এবার সেরা চার থেকে ছিটকে পড়ার প্রবল সম্ভাবনা জেগেছে। প্রতিযোগিতাটির ইতিহাসে সেমি-ফাইনালে কোনো দল দুই গোলেরই ঘাটতি পূরণ করে ফাইনালে উঠতে পারেনি। অবশ্য সিমেওনে আছেন ইতিহাস গড়ার আশায়।
অন্যদিকে প্রথম লেগের বড় জয়ে কার্ডিফের ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে দলটির কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটিকে মোটেও সহজভাবে নিচ্ছে না। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাবে তার দল। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.