(দিনাজপুর২৪.কম) মোস্তাফিজুর রহমানের আঘাতে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। অবশ্য এরপর নাসির হোসেনের জোড়া আঘাতে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৮১ রান। রস টেলর ১১ ও কোরি অ্যান্ডারসন ৯ রান নিয়ে ব্যাট করছেন। রনকি ২, ব্রম ৬৩ এবং ল্যাথাম ফিরেছেন ৮৪ রান করে।
উল্লেখ্য, ইনিংসের চতুর্থ ডেলিভারিতে লেগস্টাম্পের বলে সামনের পায়ে ফ্লিক করেন ল্যাথাম। বল চলে যায় শর্টস্কয়ার লেগে। ওখানে ছিলেন নাসির। হাত ফসকে বল পড়ে মাটিতে! মাশরাফি তখন কিছুটা বিরক্ত হয়েছিলেন। নাসির ১৩৩ রানের জুটি ভাঙেন ওই মাশরাফিকে ব্যবহার করেই। ব্রুম (৬৩) তাকে সুইপ করতে যেয়ে শর্টস্কয়ার লেগে মাশরাফির হাতে ধরা পড়েন। ঠিক এই জায়গায় মাশরাফির ওভারে নাসির ক্যাচ ছেড়েছিলেন। ব্রুমকে আউট করে নাসির হোসেন এই জুটি ভাঙলেও চাপের মুখেই ছিল বাংলাদেশ। তবে এক ওভার পর আক্রমণে এসে বিপজ্জনক ল্যাথামকেও নাসির আউট করলে স্বস্তি ফেরে টাইগার শিবিরে। ইনিংসের প্রথম ওভারে নাসির হোসেন যে ভুল করেছিলেন, তার দায় মূলত এভাবেই মেটান নাসির!
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন দুই ওপেনার লুক রনকি ও টম ল্যাথাম। তবে চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানের আঘাতে হাসি ফোটে বাংলাদেশের মুখে। কাটার মাস্টারের বলের গতিপ্রকৃতি বুঝতে না পেরে এক্সট্রা কাভারে সাকিব আল হাসানের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনকি।
প্রসঙ্গত, ডাবলিনের মালাহাইডে এটি শেষ পরীক্ষা টাইগারদের। তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। হয়েছে নিউজিল্যান্ড। রানার্স আপ মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু আয়ারল্যান্ডে কিউইদের বিপক্ষে একটি জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করার প্রবল বাসনা টাইগারদের।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অভিষিক্ত হওয়া সানজামুল ইসলামের পরিবর্তে সুযোগ পেলেন নাসির হোসেন। ২০১৬ সালের ১২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নাসির।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দল: লুক রনকি, টম ল্যাথাম (অধিনায়ক), নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মুনরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল সেনানিয়ার, হামিশ বেনেট, জিতান প্যাটেল। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.