এম.আহসান কবির (দিনাজপুর২৪.কম) “আদালত এখন জনগণের দোর গোড়ায়” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল দিনাজপুর জেলার বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন মিলনায়তনে সম্পূর্ণ পূর্ণাঙ্গ আদালতের এর এজলাস ও প্রয়োজনীয় অবয়ব নিয়ে গ্রাম্য আদালতের যাত্রা শুরু হলো। গ্রাম্য আদালত সংক্রান্ত সরকারের বিশেষ থোক বরাদ্দ থেকে ১ লক্ষ ২০ হাজার ব্যয়ে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এর অবয়ম নির্মাণ করা হয়। এজলাস শুরু করার পূর্বে উপস্থিত সকলকে নিজ হাতে মিষ্টি মুখ করান আদালতের বিচারক ও ঐ ইউপির চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন। বাদী আমির হামজা ও বিবাদী সোহেলগং এর মাঝে একটি অর্থ সংক্রান্ত একটি ফৌজদারী মামলা রীতিমত গ্রাম্য আদালতে এজলাস পরিচালিত হলো। আদালতের বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেন ঐ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন। তার পেশকার হিসেবে ছিলেন ইউপি সচিব মোকারম হোসেন ও আইনজীবির দায়িত্ব পালন করেন ঐ ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.