স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী ও ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে খতিবুদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক পদে মো. এমাম আলী পূণরায় নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন-সভাপতি খতিবুদ্দিন আহম্মদ (বিএনপি) প্রাপ্ত ভোট ২৩২, সহ-সভাপতি মো. আবু আলী চৌধুরী প্রাপ্ত ভোট ১৭০, মো. মজিবুর রহমান-৫ (আ’লীগ) প্রাপ্ত ভোট ১৭৭, সাধারণ সম্পাদক মো. এমাম আলী (বিএনপি) প্রাপ্ত ভোট ২৫১, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আজিজ সরকার খোকন (বিএনপি) প্রাপ্ত ভোট ১৪০, মো. রইস উদ্দিন (বিএনপি) প্রাপ্ত ভোট ১৭৫, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. রিয়াজুল ইসলাম শাহ (বিএনপি) প্রাপ্ত ভোট ১৮৬, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আয়েশা সিদ্দিকা রুমী (আ’লীগ) প্রাপ্ত ভোট ১৬৮, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন-২ (আ’লীগ) প্রাপ্ত ভোট ১৯৮, পাঠাগার সম্পাদক (আ’লীগ) মিসেস তহসিনা আখতার দিপলী প্রাপ্ত ভোট ১৮১, নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম -১ (বিএনপি) প্রাপ্ত ভোট ১৪৪, মো. শাহিনুর রহমান মানিক (বিএনপি) প্রাপ্ত ভোট ১৩৩, মো. আব্দুল মাসুদ উজ্জল (আ’লীগ) প্রাপ্ত ভোট ১৩৪, রিফাত আরা ঋতু (বিএনপি) প্রাপ্ত ভোট ১৬৪ ও মোছাঃ আইনুন নাহার বেগম (বিএনপি) প্রাপ্ত ভোট ১৪১। শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পর গননা শেষে রাত দেড়টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫০৯ জন ভোটারের মধ্যে ৪৭৬ জন ভোটার ভোট প্রদান করেন। ৩৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজেম উদ্দিন আহমেদ ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. হাসনে ইমাম নয়ন ও মো. আব্দুর রউফ।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.