(দিনাজপুর২৪.কম) টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। খন্ড কিংবা ধারাবাহিক যেকোনো ধাঁচের নাটকে কমেডি অভিনেতা হিসেবে ব্যাপক প্রশংসিত তিনি। একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাই বলা চলে, অভিনয়ে দুই মাধ্যমের স্বাদ পেয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। বর্তমানে ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও অভিনয় করছেন তিনি। কমেডি অভিনেতা হিসেবে খ্যাতি থাকলেও মাঝে মাঝে সিরিয়াস অভিনয়েও দেখা মেলে তার। তবে নাটকে নেতিবাচক কোনো চরিত্রের মাধ্যমে পর্দায় এখনও উপস্থিত হননি সিদ্দিক। অবশ্য সে স্বাদটাও অপূর্ণ থাকছে না। অচিরেই তেমন এক চরিত্রে হাজির হবেন এ অভিনেতা। সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন ‘গল্পের শেষ কোথায়’ নামের একটি নাটকের। আর তাতেই তাকে দেখা যাবে পোশাক কারখানার এক জাদরেল প্রোডাকশন ম্যানেজারের ভূমিকায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারে অনেক কাজ করেছি। বহু নাটকে দর্শক আমাকে কমেডি চরিত্রে দেখতে পেয়েছেন। সে সঙ্গে তাদের ভালোবাসাও কম মেলেনি। তবে এর আগে আমাকে এমনভাবে দেখা যায়নি। যেমনটা এ নাটকে দর্শক দেখতে পাবেন। বেশ দারুণ একটি গল্প। একটি মেয়ের নানা প্রতিকূলতা আর সংগ্রামী জীবন ফুটে আসবে এতে। আশা করছি দর্শকের উপভোগ্য হবে। মানিক হোসেনের রচনা ও সবুজ খানের পরিচালানায় ‘গল্পের শেষ কোথায়’ নাটকে সিদ্দিক ছাড়া আরো অভিনয় করেছেন স্বাগতা, কল্যাণ কোরাইয়া প্রমুখ। এ নাটকের পাশাপাশি বর্তমানে ‘পোস্ট গ্রাজুয়েশন’ ধারাবাহিকে অভিনয় করছেন সিদ্দিক। যার আগের কিস্তি ‘গ্রাজুয়েট’-এ অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন তিনি। নতুন কিস্তি প্রচার হচ্ছে এনটিভিতে। ‘পোস্ট গ্রাজুয়েশন’-এ আগের চরিত্র ‘হানিফ’ থাকলেও বদলেছে সংলাপ। তবে এবারের সংলাপে আরো ভিন্নতা থাকায় বেশি সাড়া পাচ্ছেন বলে জানান সিদ্দিক। তিনি বলেন. এবার এইচএসসি পাস হানিফকে সবাই দেখছেন। খুবই সাড়া পাচ্ছি। এবার ডায়ালগটাও বদলে হয়েছে ‘আই কমপ্লিট এইচএসসি, ওয়েন্ট টু বি পোস্ট গ্রাজুয়েশন, বাট আই উইক ইন পড়াশোনা’। আর আগে যেখানে চাচা হিসেবে জাহিদ ভাই অভিনয় করেছেন এবার সে চরিত্রের জায়গায় মামা হয়েছেন চঞ্চল ভাই। আগের গল্পে হানিফকে অনেক বোকা বোকা কর্মকান্ডের জন্য সবার কাছ থেকে বকা শুনতে দেখা গেছে। শুধু তাই নয়, পাশের ঘরে টিভি দেখার জন্য, সে ঘর থেকে পেঁয়াজ ধার চাইতে গিয়ে নানান কথা শুনতে হয়েছে। আর নাটকের সেসব জায়গাগুলো ঘিরে দর্শকের আলোচনাও কম ছিল না। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। সিদ্দিক এরই মধ্যে এ নাটকে তার অভিনয় দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। ‘পোস্ট গ্রাজুয়েট’ ছাড়াও এ মুহূর্তে আরো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেতা। এর মধ্যে রয়েছে ‘কারসাজি’, ‘গাঁয়ে মানে না আপনা মোড়ল’, ‘মিয়া ভাই’, মেকআপ সুন্দরী’, ‘কমেডি ৪২০’ সহ আরো কয়েকটি ধারাবাহিক। ব্যস্ততা প্রসঙ্গে সিদ্দিক বলেন, এই কয়েকটি ধারাবাহিকের কথাই মনে পড়ছে। তবে আরো কিছু কাজ চলছে। সামনের মাসে কিছু নতুন কাজ করবো। নাটকে অভিনয়ের পাশাপাশি বড়পর্দায় দেখা গেছে সিদ্দিককে। বাকি ছিল স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র। সেটাও হয়ে গেল। কিছুদিন আগে তার অভিনয়ে কবি মামুনের পরিচালনায় ‘উপেক্ষা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন সিদ্দিক। তিনি বলেন, টিভি নাটকে অভিনয় করেছি। বড় পর্দায়ও দর্শক দেখেছেন। কিন্তু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এবারই প্রথম কাজ করলাম। নির্মাতা কবি মামুনেরও এটা প্রথম কাজ। সবমিলিয়ে বলতে পারি বেশ দারুণ একটি প্রোডাকশন ছিল। বিশেষ করে টিমওয়ার্ক ছিল অসাধারণ। গত শুক্রবার মুক্তি পেয়েছে এটি। এরপর থেকে দারুণ রেসপন্স পাচ্ছি। খুবই ভালো লাগছে আরেকটি কাজ সফল হওয়ায়। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.