(দিনাজপুর২৪.কম) ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিডারস সামিটে যোগ দিতে তিনদিনের সফরে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব ইহসানুল করিম। প্রধানমন্ত্রী জাকার্তার স্থানীয় সময় বিকেল ৩টায় হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইন্দোনেশিয়ার নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়োহানা সুসানা ইয়েমবাইস এবং জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির তাকে স্বাগত জানাবেন।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে শেখ হাসিনাকে নেয়া হবে জাকার্তার সাংরি-লা হোটেলে। এ সফরে সেখানেই অবস্থান করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বিভাগ, প্রধানমন্ত্রীর প্রেস টিম ও মিডিয়া প্রতিনিধি এবং ব্যবাসয়ীদের একটি প্রতিনিধিদল এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে।
ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার ইন্দোনেশিয়া ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজক। ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাসহ মোট ১৬ জন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জাকার্তার অন্তরা নিউজ ডটকমের খবর।
সফরের প্রথম দিন শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লেনারি হলে ‘লিডার্স ওয়েলকামিং ডিনারে’ অংশ নেবেন। মঙ্গলবার সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ‘অ্যাডপশন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক অধিবেশনে যোগ দেবেন। পরে ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টসহ কয়েকজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কমোরস, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেসলস, সিঙ্গাপুর, সোমালিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও দক্ষিণ আফ্রিকা আইওআর-এর সদস্য। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও মিশর এই জোটের ডায়লগ পার্টনার।
তিনদিনের সফর শেষে বুধবার সকাল সাড়ে ১০টায় জাকার্তা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হয়ে দুপুরের পর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.