(দিনাজপুর২৪.কম) নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী জুহি চাওলা। এ দশকে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে আমির খানের সঙ্গে জুটি বেঁধে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ২০০০ সালের পর থেকে খুব কম ছবিতে অভিনয় করছেন তিনি। বিশেষ করে মনের মতো চরিত্র না পাওয়াতেই ছবির কাজ একেবারেই কমিয়ে দিয়েছেন এ ভার্সেটাইল অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক অবস্থা ও কাজ না করার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জুহি চাওলা। তিনি বলেন, একজন অভিনয় শিল্পী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন ধরনের চরিত্র প্রত্যাশা করেন, যাতে তার ক্রিয়েটিভ ম্যাচিওরিটি প্রকাশ পায়। কিন্তু বলিউডে এখন তো সে রকম সম্ভব নয়। অভিনেত্রীরা ৪০ পেরোলেই ৩১ বছরের হিরোর মা হতে বলা হয় তাদের! তাতেও আপত্তি থাকতো না, যদি চরিত্রটায় তেমন করার কিছু থাকত! ফলে সঠিক স্ক্রিপ্টের অপেক্ষাই শুধু করতে হচ্ছে। জুহি চাওলা আরো বলেন, সময় অনেক বদলেছে। তার সঙ্গে অবস্থাও বদলাবে সেটাই স্বাভাবিক। এমন অনেক সিনিয়র শিল্পী রয়েছেন যাদের বলিউড কাজে লাগাতে পারছে না। অথচ তারা আরো অনেক কিছুই দিতে পারে ইন্ডাস্ট্রিকে। এটা নিয়ে ভাববারও কেউ নেই। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.