(দিনাজপুর২৪.কম) সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই কারিনা কাপুরকে নিয়ে অনেক গসিপ চালু ছিল ইন্ডাস্ট্রিতে। কেউ বলেছিলেন লন্ডনে সন্তানের জন্ম দেবেন তিনি। কেউ বা বলেছিলেন, মুম্বইয়ের বাইরে কোথাও জন্ম নেবে সাইফ-কারিনার প্রথম সন্তান। কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে গত ২০ ডিসেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন করিনা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ৩৬ বছর আগে কারিনার জন্মের সময় তাঁর মা ববিতার ডেলিভারি করিয়েছিলেন চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। গত মঙ্গলবার কারিনার ডেলিভারির সময়ও তিনিই ছিলেন। অর্থা মা ও ছেলের জন্ম হয়েছে একই চিকিৎসকের হাত ধরে। এমনকী কাপুর পরিবারের আরও দুই বিখ্যাত সন্তান রণবীর ও করিশমার জন্মও হয়েছে এই চিকিৎসকের হাতেই। দীর্ঘ দিন ধরে মুম্বইতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে রুস্তমের। বচ্চন ও কাপর পরিবারের পারিবারিক চিকিৎসকও তিনি। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.