(দিনাজপুর২৪.কম) যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে এখন আর নতুন পিসির সাথে এই দুটি অপারেটিং সিস্টেম কেনা যাবে না।
ফোর্বস জানিয়েছে, এই দুটি অপারেটিং সিস্টেম এখন থেকে আর বিক্রেতা কিংবা ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে সরবরাহ করবে না মাইক্রোসফট। এসব প্রতিষ্ঠানের মধ্যে পিসি নির্মাতা ডেল, তোশিবার মতো কোম্পানি রয়েছে, যারা পিসির সাথে আগে থেকেই উইন্ডোজ ইনস্টল করে দেয়।
২০০৯ সালে বাজারে আসার উইন্ডোজ ৭ প্রায় ৭ বছর ও উইন্ডোজ ৮/৮.১ প্রায় ৪ বছর বাজারে বিক্রি হয়েছে। ২০২০ ও ২০২৩ সাল পর্যন্ত যথাক্রমে অপারেটিং সিস্টেম দুটির সহায়তা আপডেট দেওয়া হলেও নতুনভাবে বিক্রি না হওয়ায় সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ বিক্রি হু হু করে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাইক্রোসফট জানিয়েছে, আগামী বছর উইন্ডোজ ১০ এর দুটি বড় আপডেট উন্মুক্ত করা হবে। বছরের প্রথম দিকে রেডস্টোন ২ ও শেষে দিকে রেডস্টোন ৩ নামের এই আপডেট আনা হবে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.