SAMSUNG CAMERA PICTURES
স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেছেন এক সময় বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে আবারও নতুন করে জাগ্রত করতে হবে। পাশাপাশি ফুটবল খেলোয়াড় তৈরী করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে। হুইপ ইকবালুর রহিম এমপি’র পৃষ্ঠপোষকতায় দিনাজপুর জেলা সব খেলায় এগিয়ে আছে। আমি চাই আগামীতেও দিনাজপুর জেলা এভাবে এগিয়ে যাবে। শনিবার দিনাজপুর স্টেডিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশ মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় ৭ম বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এ উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট -২০১৬ এর আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ এর ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় শান্তির পায়রা উড়িয়ে এবং বেলুন উড়িয়ে সপ্তম বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০১৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামসহ ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শুরু হবার পূর্বে ডিসপ্লে প্রদর্শন করেন কালেক্টর স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা। উদ্বোধনী খেলায় খেলে খানসামা উপজেলা দল বনাম বিরামপুর উপজেলা দল।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.