দিনাজপুর 24 : দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের কল্যাণে আমাদের এগিয়ে আসতে হবে। জনগণের সেবার মান উন্নয়নে এবং মানুষের দোর গোড়ায় চিকিৎসাসেবা দিতে সরকারের পাশাপাশি বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। প্রকৃতি হচ্ছে পরিবেশের অলংকার। প্রকৃতিকে রক্ষা করতে পারলে আমাদের জীবন সুন্দর হবে। সততার চর্চা করা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনাকে লালন ও ধারণ করতে হবে। গতকাল শনিবার ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতি’র আয়োজনে অন্ধেরী হিলফি জার্মানী’র অর্থায়নে এবং চিকিৎসা ও অপারেশন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় মঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী স্মৃতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির-২০১৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আলহাজ্ব ডাঃ রইছ উদ্দীন আহাম্মেদ চৌধুরী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পল্লী মঙ্গল সমিতির সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী, ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বাবরু, ইউপি সদস্য আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য ওহেদুল নবী চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক। চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দ সারাদিনব্যাপী চিকিৎসা প্রদান করেন এবং সাধারন রোগী দেখেন ডাঃ সালেহা খাতুন ও ডাঃ জাহিদুল ইসলাম।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.