দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী। বেনগাজি কনসুলেটে ওই হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে গত মাসেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কমি ঘোষণা করেছিলেন, হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল হ্যাক হয়ে থাকতে পারে। সেটা নিয়ে করা একটি তদন্ত কমিটি অবশ্য বলেছে, হিলারি ক্লিনটন কূটনৈতিক নিয়ম নীতি লঙ্ঘন করেননি। তবে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় এই ইস্যুটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন কনসুলেটে ওই হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট গোষ্ঠী যাতে, আরও নিহত হয়েছিলেন তখনকার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স। অবশ্য তার বোন এ্যান স্টিভেন্স নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাতকারে হিলারি ক্লিনটনের পক্ষে কথা বলেছেন।
এদিকে, হিলারি ক্লিনটনের নির্বাচনী ক্যাম্পেইন টিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.