মো. নুরুন্নবী বাবু হাকিমপুর (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরকদ্রব্য, ককটেল, চাইনিজ কুড়াল, ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য আব্দুল খালেক (৫৫) নামে স্থানিয় আবাসিক হোটেল মালিককে আটক করলেও পরে ছেড়ে দেয় তাকে। শুক্রবার সন্ধ্যা ৮ টার সময় সীমান্তের সিপি রোডে এ অভিযান চালায় বিজিবি। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এম আশরাফ আলী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে রংপুরের পরিচয় দিয়ে অপু শেখ (২৮) ও চৈতন্য শেখ (৩০) নামে দুই ব্যক্তি হিলি সীমান্তের সিপি রোডের হিলি আবাসিক হোটেলের ৯নং কক্ষ ভাড়া নেয়। এরপর তারা ওই আবাসিক হোটেলের বাথরুমে কাপড়ের বড় আকারের একটি কালো ব্যাগ রেখে সন্ধ্যা ৬টার দিকে হোটেল থেকে ইফতার করার কথা বলে বাইরে বের হয়। মেজর আশরাফ আরও জানান, হোটেলের বাথরুমে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র-গুলি, বিস্ফোরকদ্রব্য, ককটেল সহ বোমা সদৃশ্য কিছু বস্তু মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে রাত ৮টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ৫টি গুলি, ৮টি তাজা ককটেল, ১ কেজি গান পাউডার, ২টি চাপাতি, ৪টি চাইনিজ কুড়াল, ৫০ হাজার ভারতীয় রুপি ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান বলেন এঘটনার খবর রংপুর র্যাব-১৩ জানতে পেরে ঘটনার স্থলে আসে এবং পরে র্যাব-বিজিবি যৌথ অভিযানে হিলি বাজারের বিভিন্ন স্থান থেকে শুভ (২৪) পিতা সুবল দাস, গোবিন্দ (২৩০ পিতা বিরেন্দ্র উভয়ের বাড়ি বগুড়া এবং হিলির আব্দুল হকের ছেলে লিটনকে আটক করে। তবে এসবেব সাথে আরো কারা জড়িত আছে, তাদের খোঁজা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.