(দিনাজপুর২৪.কম) দেশের মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখন সরকার চুপিসারে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ঢাকা কমিটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে সরকারি বিদ্যুৎকেন্দ্র সংস্কার করছে না। অন্যদিকে শুধু ব্যক্তিগত মুনাফা লাভের আশায় জনবিরোধী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে সরকার বেশি আগ্রহী হচ্ছে। জনগণকে ধোঁকা দিয়ে সরকার চোরাই পথে রামপাল চুক্তি করেছে। এসময় তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে করা রামপাল চুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ভারতীয় হাই কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের যদি কোনো ক্ষতি না হয় তবে ভারতের পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে ভারতেই এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করুন। আমরা আপনাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব।-ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.