(দিনাজপুর২৪.কম) গত শনিবার (০৭ মে) চতুর্থ দফায় অনুষ্ঠিত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৯টিতে আওয়ামী লীগের ও ২টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১নং নশরতপুর ইউনিয়নে আলহাজ্ব নূর ইসলাম শাহ নুরু (আ’লীগ)-৫৮০৯ ভোট, প্রতিদন্ডি মো: নুর-এ আলম সিদ্দিকী নয়ন (বিএনপি) ৫৪৬৩ ভোট। ২নং সাতনালা ইউনিয়নে অধ্যক্ষ এএসএম ফজলুর রহমান (মোটরসাইকেল স্বতন্ত্র) ৩৬৬৬ ভোট, প্রতিদন্ডি মো: এনামুল হক শাহ (বিএনপি) ৩১১৫ ভোট, ৩নং ফতেজংপুর ইউনিয়নে নূর মোহাম্মদ লুনার (আ’লীগ) ৭১০৫ ভোট, প্রতিদন্ডি মো: জাবেদ আলী শাহ (আনারস স্বতন্ত্র) ৪১৮৯ ভোট, ৪নং ইসবপুর ইউনিয়নে মো. আবু হায়দার লিটন (আ’লীগ) ৬৭৪৫ ভোট, প্রতিদন্ডি মো: শফিকুল ইসলাম লিটন (আনারস স্বতন্ত্র) ৫৩৩৪ ভোট, ৫নং আব্দুলপুর ইউনিয়নে মো. ময়েন উদ্দীন শাহ (বিএনপি) ১০৪৭৩ ভোট, প্রতিদ্বন্দ্বি মো: আশরাফুল আলম বাবলু (আ’লীগ) ৮৪৫২ ভোট, ৬নং অমরপুর মো. হেলাল সরকার (আ’লীগ) ৫৮০১ ভোট, প্রতিদন্ডি মো: ইকবাল কাজী (মোটরসাইকেল স্বতন্ত্র) ৫০৭৪ ভোট, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে মো. হাসিবুল হাসান হাসিম বাবু (আ’লীগ) ৯১৪৮ ভোট, প্রতিদন্ডি মো: জহুরুল ইসলাম শাহ (আনারস স্বতন্ত্র) ৭১৮৬ ভোট, ৮নং সাইতাড়া ইউনিয়নে মো. মোকাররম হোসেন শাহ (বিএনপি) ৫৮৯৫ ভোট, প্রতিদন্ডি মো: আশরাফ আলী শাহ (আনারস স্বতন্ত্র) ৫২৭৯ ভোট, ৯নং ভিয়াইল ইউনিয়নে নরেন্দ্র নাথ রায় (আ’লীগ) ৬১০৮ ভোট, প্রতিদ্বন্দ্বি মো: আব্দুর রাজ্জাক শাহ (চশমা স্বতন্ত্র) ৫৯২৩ ভোট, ১০নং পুনট্টি ইউনিয়নে মো. কামাল হোসেন (আ’লীগ) ৮০৮০, প্রতিদ্বন্দ্বি মো: রেজা শাহ (বিএনপি) ৬৭৭৮ ভোট, ১১নং তেতুঁলিয়া ইউনিয়নে সুনীল কুমার সাহা (আ’লীগ) ৪৮২৯ ভোট, প্রতিদন্ডি মো: আজগার আলী মাষ্টার (বিএনপি) ৩৭০৩ ভোট ও ১২নং আলোকডিহি ইউনিয়নে মো. তারিকুল ইসলাম তারিক (আ’লীগ) ৪৫৬৭ ভোট, প্রতিদন্ডি মীর্জা লিয়াকত আলী বেগ (বিএনপি) ২৮৬৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.