(দিনাজপুর২৪.কম) প্রেমের সফল পরিণতি বিয়েই। আর সেখানেই সব প্রেমিকজুটির সার্থকতা। দীর্ঘদিন ধরে প্রেম করার পর সেটাকে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন কজন? হ্যাঁ, সেটা সফল করতে যাচ্ছেন বলিউডের আলোচিত প্রেমিকযুগল বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারা। বলিউডে গত কয়েক সপ্তাহ আগে থেকেই দিন গণনা শুরু হয়ে গেছে। অপেক্ষা ৩০শে এপ্রিল। বিপাশা-করণের বিয়ে বাজনা বাজবে। বছর শুরুর দিকে যে হারে প্রেম ও সংসার ভাঙন চলছিল সেটা থেকে দারুণ একটা ব্রেক হবে এমনটাই প্রত্যাশা করছিলেন সবাই। আর সেই ব্রেকটা হচ্ছে বিপাশা-করণের বিয়ের মাধ্যমে। আজ সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় একটি ক্লাবে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে মেহেদি অনুষ্ঠান হবে। আর আগামীকালই বাঙালি রীতিতে বিয়ে হবে বিপাশা-করণের। আলোচিত এ প্রেমিকজুটির বিয়ে নিয়ে এরই মধ্যে বলিউডের অনেক তারকা আগাম শুভেচ্ছা জানিয়েছেন। সে সঙ্গে তাদের ভক্তরা তো জানিয়েছেনই। অবশ্য মেহেদি অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে শুভেচ্ছা জানাতে ভুল করেননি করণের সাবেক স্ত্রী জেনিফার উইনগেটও। হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে বিপাশা-করণের বিয়েতে শুভেচ্ছা জানাতে গিয়ে এ টিভি তারকা বলেন, আমি মনে করি ওরা দুজন পারফেক্ট কাপল। তাদের প্রেম সফল হচ্ছে। বিষয়টি জেনে খুবই ভালো লাগছে। সে সঙ্গে বিপাশা-করণের বিবাহিত জীবন সুখের হোক এমনটাই কামনা করি। উল্লেখ্য, ‘এলোন’ ছবির শুটিং করতে গিয়ে বিপাশা ও করণের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। সেসব ইতিকথা সবারই জানা। এখন অপেক্ষা বিয়ের। আগামীকাল বিয়ে হলেও শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা হচ্ছে না তাদের। আরও কিছুদিন পর তারা এ আয়োজন করবেন বলে জানিয়েছেন। সেখানে আত্মীয়স্বজনরা ছাড়াও বলিউড তারকারা উপস্থিতি থাকবেন। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.