(দিনাজপুর২৪.কম) মুহাম্মদ আবদুল কাহহার (দিনাজপুর২৪.কম) গত রবিবার ২৪ এপ্রিল ’১৬ সকাল ১০ ঘটিকায় ‘বাইতুশ-শরফ্ আদর্শ কামিল মাদ্রাসা’, ধনিয়ালা পাড়া, চট্টগ্রামে ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘জমজম ড্রিংকস’ এর সৌজন্যে “ আলোকিত জ্ঞানী”-এর চট্টগ্রাম জোনের প্রাথমিক বাছাই হিসেবে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে ‘রাহাবার মাল্টিমিডিয়া লি:’-এর চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিযোগিদের মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল ড. (মাওলানা) সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, উপাধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দীন ফারুক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইমদাদ হোসাইন, বিশিষ্ট আলেমেদ্বীন ও ব্যবসায়ী মুহাম্মদ নূরুল আমীন মাহদী, বহু গ্রন্থ প্রণতা মুহাম্মদ আবদুল হাই নদভী, শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ আবদুল কাহহার এবং ‘আলোকিত জ্ঞানী ২০১৫’ আসরের চ্যাম্পিয়ন ও গবেষক শাহাদাৎ হুসাইন খান ফয়সাল এতে উপস্থিত ছিলেন। ১৮ বছরের বেশী বয়সের ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশ থেকে ‘সেরা ১০০’ বাছাই করে চূড়ান্ত পর্বের জন্য সেরা ১০ বাছাই এর আরো একটি পরীক্ষা (লিখিত ও মৌখিক) পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগীতার প্রথমস্থান অধিকারীর জন্য পুরস্কার হিসেবে ৩ লক্ষ টাকা ও পবিত্র ওমরাহ, দ্বিতীয়স্থান অধিকারীর জন্য ২ লক্ষ টাকা ও পবিত্র ওমরাহ, তৃতীয়স্থান অধিকারির জন্য ১ লক্ষ টাকা ও পবিত্র ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া চূড়ান্ত পর্বে উঠে আসা ১০ জনের অবশিষ্ট অংশগ্রহণকারীদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার।
উল্লেখ্য যে, ঢাকা বিভাগের বাছাই পরীক্ষা আগামী ১ মে ’১৬ তারিখ সকাল ১০ ঘটিকায় ঢাকাস্থ ফার্মগেট আইডিয়াল কমার্স কলেজ এবং চাঁদপুর কেন্দ্রের পরীক্ষা একই দিনে একই সময় চাঁদপুর প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হইবে। আলোকিত জ্ঞানী” অনুষ্ঠানটি দেখতে চাইলে গত বছরের ন্যায় এবারও মাহে রমাযানে প্রতিদিন ইফতারের ০১ ঘন্টা পূর্ব থেকে ‘ চ্যানেল নাইন’-এ অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রচারিত হবে, ইনশা-আল্লাহ। এ বিষয়ে আপডেট জানতে যুক্ত হতে পারেন-ফেসবুক পেইজে: https://www.facebook.com/AlokitoGeani/
বার্তা প্রেরক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.