(দিনাজপুর২৪.কম) খেলার ফল যাই হোক অস্ট্রেলিয়াকে নিজের জাত ঠিকই চিনিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের ঝুলিতে থাকা নানা অস্ত্রের স্বাদ দিয়েছেন অজি ব্যাটসম্যানদের। কখনও চুলচেরা কাটার। কখনও ছদ্মবেশী স্লোয়ার। আর নিখুঁত ইয়র্কারে সাজঘরে ফিরিয়েছেন স্টিভ স্মিথকে। বা-হাতি এই বাংলাদেশি সেনসেশন কালকের ম্যাচেই মাত্র ইনজুরি থেকে ফেরেন। তারপরও অজি ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। দিনটি হয়তো বাংলাদেশের ছিল না। তারপরও দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা। বলা হাতে মুস্তাফিজের ঝলক ছিল ম্যাচের বেশ কিছু ব্যক্তিগত নৈপুন্যের মধ্যে স্বতন্ত্র। ক্রিকইনফোর সিনিয়র সাব এডিটর কার্তিক কৃষ্ণস্বামী লিখেছেন, যে কজন অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করেছেন, প্রত্যেককে ভুগিয়েছেন। এটা মুস্তাফিজের সফলতার ক্রমবর্ধমান তালিকার সঙ্গে যোগ হয়েছে। শুধু এটা এদিন জয়ের জন্য যথেস্ট ছিল না। ফিল্ডিংয়ে দু’টো ক্যাচ ড্রপ হয়েছে। ব্যাটিংয়ে অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়েছেন কয়েকজন। আর অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ অনেক বড় ছিল না। এসবের মধ্যেও ইনজুরি থেকে ফেরা তরুন আর অনন্য দক্ষতাসম্পন্ন এই ফাস্টবলার অন্যধরণের উচু-মাত্রার নৈপুন্য প্রদর্শন করেছেন। আর তিনি তা করেছেন শক্তিশালী একটি ব্যাটিং সাইডের বিপক্ষে। এর আগে মুস্তাফিজ পাকিস্তান, ভারত আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটা করেছেন। এবারে অস্ট্রেলিয়াকেও দেখিয়ে দিলেন। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.