(দিনাজপুর২৪.কম) দিনাজপুরে ৬ দফা দাবীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে প্রকৌশলী কৃষি ও চিকিৎসক প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) নন ক্যাডার ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন-ভাতা ও অনান্য বিলে ইউএনও’র কর্তৃত্ব বাতিল, বেতন স্কেলের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে ২৬টি ক্যাডার, নন ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাবিপ্রবির অধ্যাপক ড. কৃষিবিদ মো. সাইফুল হুদা, দিনাজপুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. নাদের হোসেন, দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতলুবুর রহমান, দিনাজপুর সরকারী কলেজের শিক্ষক মো. আব্দুল জলিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) নন ক্যাডার ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এদিকে একই দাবীতে জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, পার্বতীপুর, বিরামপুর, ফুলবাড়ীসহ ১৩ উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৬টি দপ্তরের কর্মকর্তারা। -মাহবুবুল হক খান