(দিনাজপুর২৪.কম) দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামে এক গৃহবধুর মুখমন্ডল এসিডে ঝলসে দেয়ার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল বারী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ মোকলেসুর রহমান জানান, এই চাঞ্চল্যকর মামলার গ্রেফতার আসামী হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের চান মিয়ার পুত্র বাবুল মিয়া (৩২)কে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল বারীর আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক উভয় পক্ষে বক্তব্য শুনে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের সূত্রটি জানায়, হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার সাথে প্রতিবেশি বাবুল হোসেনের মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে বিরোধ ছিল। এই সূত্র ধরে আসামী বাবুল গত সোমবার রাতে ঘরে ঘুমিয়ে থাকা ইলিয়াছের স্ত্রী মোর্শেদাকে লক্ষ্য করে জানালা দিয়ে এসিড ছুঁড়ে। শরীরে এসিড নিক্ষেপের ফলে গৃহবধূ মোর্শেদার মুখমন্ডল ও ডান হাত ঝলসে যায়। মোর্শেদার চিৎকারে বাড়ীর লোকজন ও প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার সুলতান মাহমুদ জানান, এসিডে দ্বগ্ধ মোর্শেদার মুখমন্ডল, চোঁখ ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, এসিড দগ্ধ গৃহবধূ মোর্শেদাকে বিকেল ৪টায় দিমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর। এই মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার পরিদর্শক হারুনুর রশিদ জানান, গত সোমবার রাতে ইলিয়াছ বাদী হয়ে বাবুলকে আসামী করে থানায় একটি মামলা করে। গতকাল মঙ্গলবার ভোরে বাবুলকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা করে তাকে দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করায় তাকে গতকাল মঙ্গলবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে। কি কারণে গৃহবধূ মোর্শেদাকে এসিড নিক্ষেপ করা হয়েছে, সে বিষয় উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং এই ঘটনার সাথে আর কেউ জড়িত কি না তার অনুসন্ধান চলছে।