(দিনাজপুর২৪.কম) মঙ্গলবার পল্লীশ্রী মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্গত এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট নতুন জীবন প্রকল্প (এসআইপিপি) প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের সাথে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান ফেরদৌস সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোছাদ্দেক হুসেন, দৈনিক উত্তর বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান, ন্যাশনাল লাইভলিহুড বিশেষজ্ঞ মোঃ সাইফুল ইসলাম, রংপুর অফিসের লাইভলিহুড বিশেষজ্ঞ মোঃ সাইদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন জেলা কর্মকর্তা (আইসিবি) আ.ন.ম বদরুদ্দোজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কর্মকর্তা (এমইএন্ডএল) দিনাজপুর মোঃ হাসানুর রহমান। বক্তারা বলেন শক্তিশালী গ্রাম সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদের জীবন মান উন্নয়নে নূতন জীবন প্রকল্প যথেষ্ট অবদান রাখছে। কমিউনিটি চালিত উন্নয়ন পদ্ধতির মাধ্যমে প্রকল্পটি রংপুর অঞ্চলের ১৬টি জেলায় এবং দিনাজপুর জেলার ৪টি উপজেলায় ১৬০টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। নতুন জীবন প্রকল্পের মাধ্যমে সমাজের দরিদ্র ও অতিদরিদ্র জনগণের তথা বেকার যুব ও নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন হবে এবং ধনী দরিদ্রের ব্যবধান কমে আসবে। মুক্ত আলোচনায় অংশ নেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, যুব উন্নয়নে গোলাম মোস্তফা সরকার, এসসিআই’র ডাঃ পলাশ বসাক, জেলা মার্কেটিং অফিসার রবিউল হাসানসহ বিভিন্ন এলাকা হতে আগত উপহার ভোগী সদস্যবৃন্দ। -কাশী কুমার দাস