(দিনাজপুর২৪.কম) মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকাল ১১ টার দিকে লাশ উদ্বার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কুলাউড়া ডিগ্রী কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে বদরুল আলম(১৮)। রবিবার প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়। এতে সে ভেংগে পড়ে। এবং রবিবার রাত ১০ টার দিকে তার বসত ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল ৯ টা পর্যন্ত বদরুল ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তার ঘরে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেংগে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় ফাঁস অবস্থায় বদরুলের ঝুলন্ত লাশ। পরে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানা পুলিশের এসআই ফরিদ আহমদ সোমবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে নিয়ে আসেন। এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান কলেজ ছাত্রের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্বার করা হয়েছে এবং পোষ্ট মর্টেমের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে।-ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.