(দিনাজপুর২৪.কম) রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতের মধ্যে সাবেক শান্তি বাহিনীর এক সদস্য রয়েছে। সাবেক শান্তি বাহিনীর নিহত সদস্যের নাম আশুতোষ তালুকদার ওরফে সুপ্রিয় (৫৫)। নিহত শিশুটির নাম জানা যায়নি। শনিবার রাতে শহরতলির খেপোপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র এমন তথ্য জানিয়েছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, ঘটনার সময় আশুতোষ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১২টার পর কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর বাড়িতে প্রবেশ করে। তারা খুব কাছে থেকে আশুতোষকে কয়েকটি গুলি করে। এ সময় তাঁর পাশে থাকা একটি শিশুও গুলিবিদ্ধ হয়। দুজনই ঘটনাস্থলে নিহত হয়। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কারা এই হত্যাকা- ঘটিয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।’ -(ডেস্ক)