(দিনাজপুর২৪.কম) গত শনিবার বি ওয়াই এফ সি আঞ্চলিক অফিস বিরাম পুরে ৫ দিনের কম্পিউটার ও স্পোকেং ইংলিশ কোর্স সমাপ্ত হয়। এতে প্রশিক্ষক ছিলেন প্রিন্স এলিশন বৈদ্য এরিয়া ম্যানেজার ভলেন্টিয়ার ও বিওয়াই হাই ক্লাব। সহযোগিতায় জন অমৃত মন্ডল হোম প্যারেন্টস, সভাপতি মনোয়ার হোসেন মন্টু সহকারী প্রোগ্রাম ম্যানেজার, অংশগ্রহনদের মধ্যে বক্তব্য রাখে পুষ্প রাণী, জেমস কিস্কু, বিধান, আইরিন আক্তার বক্তব্য মধ্যে বলেন, প্রশিক্ষনে আমরা শিখেছি কিভাবে কম্পিউটার ব্যবহার শিখে নিজেদের আধুনিক হিসেবে গড়ে তোলা যায়। যুগের সাথে তাল মিলিয়ে ইংলিস এ কথপোকথন ও লিখন করা যায়। কম্পিউটার এবং স্পোকেং কোর্সে ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।