মো. জাকির হোসেন, সৈয়দপুর (দিনাজপুর২৪.কম) পরকিয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার চেষ্টা। স্ত্রী ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা দায়ের প্রস্তুত চলছে। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাজীপাড়া মহল্লায় পরকিয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ফাতেমাতুজ জোহরা আঁখিকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় স্বামী হাকিফুল ইসলাম। অভিযোগে জানা যায়, প্রাইম ডায়াগনোস্টিক সেন্টারের মালিক হাকিফুল ইসলাম দীর্ঘদিন ধরে সোমা নামের দুই সন্তানের জননীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ওই মহিলার সাথে হাকিফুল ইসলামের পরকিয়ায় তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা আঁখি জেনে ফেলে। স্বামী পরকিয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য স্ত্রী আঁখি চাপ দিলে স্ত্রী পরকিয়ার কথা মেনে না নেওয়ায় দুজনের মধ্যে বচসা শুরু হয়। পরে স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে ক্ষত বিক্ষত করে আঁখিকে। আঁখির চিৎকারে লোকজন ভীড় হলে স্বামী পালিয়ে যায়। আঁখি বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আঁখির পরিবার জানায়, হাকিফুল ইসলাম ডায়াগনোস্টিকের আড়ালে চাকরী দেয়ার নামে নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলতো। হাকিফুল এর চরিত্র ভাল না। এর আগেও অনেক মহিলাকে সে চাকরী দেওয়ার নামে ব্যবহার করে। আমার কন্যা আঁখি সংসারের কথা ভেবে নিশ্চুপ থাকতো। তবে আর হাকিফুল ইসলামকে ছাড় না দেওয়ার ঘোষণা দেয় আঁখির পরিবার। আঁখির পরিবারকে মামলা না করতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় আঁখির পরিবার ভুগছে।