মো. নুরুন্নবী বাবু (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে জাল স্ট্যাম্প বিক্রি ও সংরক্ষণ করার অভিযোগে ৩ জনকে দোষী সাব্যস্তে ২ জনের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর এবং ১ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন। বুধবার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর জ্যেষ্ঠ বিচারক মোঃ মাহমুদুল করিম তার আদালতে এই মামলায় ৩ জনকে দোষী সাব্যস্তে এ রায় প্রদান করেন। মামলার অভিযোগে প্রকাশ, গত ২০০২ সালের ২৬ ডিসেম্বর দুপুর দেড়টায় দিনাজপুর কাচারী এলাকায় ভাই ভাই স্ট্যাম্প ভেন্ডার এবং মাহবুব স্ট্যাম্প ভ্যান্ডারের দোকানে দিনাজপুর সিআইডি পুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করে। উদ্ধারকৃত জাল স্ট্যাম্প, ৫ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যের ছিল। প্রত্যেকটি স্ট্যাম্পের ক্রমিক নম্বর জাল হওয়ার কারণে একই নম্বর ছিল। স্ট্যাম্পগুলো নিরীক্ষার জন্য সিআইডি সদর দপ্তরে প্রেরণ করা হলে নিরীক্ষার পর জাল হিসেবে সনদ প্রেরণ করা হয়। এই ঘটনায় দিনাজপুর সিআইডি জোনের পরিদর্শক নারায়ন চন্দ্র হোর বাদী হয়ে কোতয়ালী থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামী ভাই ভাই স্ট্যাম্প ভান্ডারের মালিক শহরের ইদগাহবস্তী এলাকার জয়নাল আবেদিনের পুত্র ইব্রাহিম হোসেন (৫৫), মাহবুব স্ট্যাম্প ভান্ডারের মালিক উপশহর ৩নং ব্লকের আফসার আলীর পুত্র মাহবুবুর রহমান ওরফে বাবু (৪০) ও তার দোকানের কর্মচারী বিরল উপজেলার সাখইর গ্রামের রিয়াজ উদ্দীনের পুত্র আইয়ুব আলী (৩৫)। বিচারামলে বাদী পক্ষে ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক আসামী ইব্রাহিম হোসেন ও মাহবুবুর রহমান বাবুকে দোষী সাব্যস্তে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডে দন্ডিত করেন। অপর আসামী আইয়ুব আলীকে ১০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় ঘোষনা করেন। জামিনে থাকা আসামীরা বুধবার আদালত চলাকালীন সময় উপস্থিত ছিলেন। মামলাটি বাদী পক্ষে এপিপি মেহেরুল ইসলাম ও আসামী পক্ষে এ্যাডঃ খালেকুজ্জামান চৌধুরী পরিচালনা করেন।