নুরুন্নবী বাবু (দিনাজপুর২৪.কম) র্যাবের অভিযানে ৯ দিন পর দিনাজপুরে অপহৃত ২ ব্যক্তি উদ্ধার এবং ৪ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। দিনাজপুর র্যাব ১৩ ক্যাম্প কমান্ডার এএসপি মো. দোলন মিয়া এই প্রতিনিধি নুরুন্নবী বাবুকে জানান, শনিবার মধ্যরাতে র্যাবের অভিযান টিম সদর উপজেলার উথরাইল গ্রামে সামসুল হক বুদুর বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করে। ওই ২ জনকে ৯ দিন যাবৎ আটক রেখে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবীতে নির্যাতন করার অপরাধে ৪ জন অপহরণকারীকে আটক করা হয়। ৪জন অপহরণকারী হলেন সদর উপজেলার উথরাইল গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র সামসুল হক বুদু (৪০), সাইদুর রহমানের পুত্র সাইফুর রহমান (৪৮), সফিকুর রহমানের পুত্র সহিদুল ইসলাম (৪৪), রসুলপুর গ্রামের মহররম আলীর পুত্র নুর ইসলাম (২৮)। অপহৃত ২ জন হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার মুলগ্রামের আব্দুস সাত্তারের পুত্র সাদেক আলী (৩৫) ও একই গ্রামের আব্দুল হালিমের পুত্র আলাউদ্দীন (২৫)। ২ জুলাই বেড়ানোর জন্য সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবর রহমানের বাড়ীতে আসে। সেখানে একদিন থাকার পর ৩ জুলাই সাদেক আলী ও আলাউদ্দীন উথরাইল গ্রামের মজিবরের বাড়ী থেকে বের হয়ে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়ার সময় পথিমধ্যে ২ জনকে অপহরণ করে সামসুল হক বুদুর বাড়ীতে আটক রেখে মুক্তিপন দাবী করা হয়। পরে মোবাইল ফোনে আটক ২ জনের পরিবারের নিকট ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। অপহৃত সাদেক আলীর স্ত্রী শাহনারা বেগম ১১ জুলাই শনিবার দিনাজপুর র্যাব ক্যাম্পে এসে অভিযোগ করলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২ জনকে উদ্ধার করেন। রবিবার সকালে সাদেক আলীর স্ত্রী শাহনারা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। রবিবার বিকেলে আটক ৪ জন ও অপহৃত ২ জনকে র্যাব সদস্যরা কোতয়ালী থানায় সোপর্দ করেন।