(দিনাজপুর২৪.কম)গত কয়েকবারের তুলনায় এবার মহাসড়কের অবস্থা ভালো হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের কোন দূর্ভোগ হবে না বলে দাবী করেছেন । আজ রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় নবর্নিমিত সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে এই দাবী করেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, ঈদে মহাসড়কের কারণে কোন দূর্ভোগ পোহাতে হবে না যাত্রীদের। তবে অন্য কোন কারণে যানযট হতে পারে। বৃষ্টির কারণে যেসব স্থানে এখনও খানাখন্দ রয়েছে তা আজকের মধ্যে মেরামত শেষ হবে বলেও জানান তিনি। বিরুলিয়া সেতু পরিদর্শন শেষে আগামী ১৪ জুলাই এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন বলে জানান তিনি। এসময় মন্ত্রীর সাথে সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।(ডেস্ক)