(দিনাজপুর২৪.কম) বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাসচাপায় কলেজছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওবায়দুল (২৫) নামে একজনের নাম জানা গেছে। নিহত অপরজন কলেজছাত্রী বলে জানা গেলেও তার নাম জানা যায়নি। আহততের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী বলেন, সকালে গোপালগঞ্জ থেকে বাগেরহাটগামী একটি বাস বিশ্বরোড মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল ও ভ্যানকে চাপা দেয়। এতে এক কলেজছাত্রীসহ ৬ জন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই কলেজছাত্রীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল নামে আরও একজনের মৃত্যু হয়। হতাহতরা পথচারী এবং মোটরসাইকেল ও ভ্যানযাত্রী। বাসটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।