মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের করা আপিলের শুনানি ৬ষ্ঠ দিনের মতো শেষ করা হয়েছে। একইসঙ্গে মুজাহিদের আপিলের শুনানি আগামী ২৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিলি বিভাগ। সেদিন এ মামলার আপিলের আর্গুমেন্ট (যুক্তিতর্ক) অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে সোমবার মুজাহিদের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মো. মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায়ের অংশবিশেষ আজ আদালতকে পড়ে শোনান আইনজীবী এসএম শাহজাহান। এর আগে গত ২৯ এপ্রিল মুজাহিদের মামলার আপিল শুনানি শুরু হয়।
আদালত থেকে বেরিয়ে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা আদালতে মুজাহিদের আপিলের বিষয়ে শুনানি করেছি, আজ আদালত আমাদেরকে আর্গুমেন্ট করতে বললে আমরা আদালতের কাছে সময়ের আবেদন করি। আর্গুমেন্ট করার জন্য আমাদের প্রস্তুতি না থাকার কথা বলায় আদালত আমাদেরকে আগামী ২৪ মে পর্যন্ত সময় দিয়েছেন।’
অপরদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগামী ২৪ মে মুজাহিদের আপিলের আর্গুমেন্টের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি কোনো আইনজীবী, বিচারপতি বা বড় কোনো মামলার বিষয় না আসলে মুজাহিদের আপিলের আর্গুমেন্ট অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে মর্মে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.