জুলফিকার রায়হান, (দিনাজপুর২৪.কম) একটি বাড়ি একটি খামার প্রকল্প এর তালা উপজেলার বিভিন্ন এলাকার উপকাভোগীদের “প্রকল্প ব্যাবস্থাপনা ও আয়বর্ধক কর্মকান্ড সৃজন” শীর্ষক দু’দিনের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে তালা বিআরডিবি হলরুমে উক্ত প্রশিক্ষন সম্পন্ন করা হয়। এরপূর্বে তালা উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প’র আয়োজনে গত সোমবার সকালে একই স্থলে প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষন এর উদ্বোধন করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্প এর তালা উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে এবং উক্ত প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী জয়ন্ত কুমার ঘোষ এর পরিচালনায় উদ্বোধনী সভায় ফিল্ড সুপারভাইজার আবজাল বশির, মো. রিয়াজ উদ্দীন, মাঠ সহকারী আনন্দ কুমার রায়, জাহাঙ্গীর আলম, আবু সাইদ, কাকলি, অনিমা ও দিপা ঘোষ প্রমুখ সহ উপকারভোগী প্রশিক্ষার্থীরা উস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ একটি বাড়ি একটি খামার প্রকল্প দারিদ্র বিমোচনে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে বলে অবহিত করেন। এছাড়া সরকার এই প্রকল্পটিকে পল্লী সঞ্চয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করে উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলছে বলেও জানান।
তালায় পরিত্যাক্ত অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার
তালা থানা পুলিশ উপজেলার ইসলামকাঠি গ্রাম থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে। সোমবার সকালে ইসলামকাঠি গ্রামের কুদ্দুস মোড়লের পানের বরজ থেকে পরিত্যাক্ত অবস্থা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা জানান, ইসলামকাঠি গ্রামের মৃত. কেরামত মোড়লের পুত্র কুদ্দুস মোড়লের পানের বরজের মধ্যে পাঠখড়ি ও খড়েরগাঁদার মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ককটেলগুলো পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে সংবাদ দেয়। থানার এসআই পিন্টুলাল দাস সেখানে অভিযান চালিয়ে বরজের মধ্যে পৃথক দু’টি স্থান থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
তালায় স্কুল শিক্ষকের পৈশাচিক হামলায় মা ও মেয়ে লাঞ্চিত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালার ধুলন্ডা গ্রামের এক স্কুল শিক্ষকের অতর্কীত ও পৈশাচিক হামলায় এলাকার এক মহিলা সহ তাঁর কন্যা গুরুতর আহত হয়েছে। এঘটনার বিচার চেয়ে মা ও মেয়ে থানায় আসলেও বাঁধার মুখে বিচার চাইতে পারেনি আহত মা ও মেয়ে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ধুলন্ডা গ্রামের মৃত. শামসুর রহমানের পুত্র সাইফুজ্জামান শেখ শনিবার সন্ধ্যায় একই এলাকার বিধবা এক মহিলা (৫২) এর উপর অতর্কীত হামলা চালায়। এসময় তাঁর কন্যা (১৬) মা’কে উদ্ধার করতে এগিয়ে আসলে সাইফুজ্জামান তাঁর উপরও নগ্ন হামলা চালায়। সাইফুজ্জামান এসময় বাঁশ দিয়ে পিটিয়ে মা ও মেয়েকে গুরুতর আহত করে এবং মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে অতর্কীত ভাবে হাত দিয়ে আঘাত করে। এতে মেয়েটির বুক সহ শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থান ক্ষত বিক্ষত হয় এবং এতিম ওই মেয়েটির পরিধেয় সেলোয়ার এবং কামিজ এর স্পর্শকাতর স্থান ছিড়ে যায়। এঘটনার পর গুরুতর আহত মা ও মেয়ে তালা থানায় অভিযোগ দায়ের সহ হাসপাতালে চিকিৎসা নিতে আসার সময় পথিমধ্য থেকে হামলাকারী ও তাঁর সহযোগীরা তাদের ফিরিয়ে নিয়ে যায় বলে- অভিযোগ উঠেছে। যে কারনে গুরুতর আহত মা ও মেয়ে বাড়িতে যন্ত্রনায় ছটফট করলেও তাঁরা চিকিৎসা নিতে পারেনি। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একটি দাায়িত্বশীল মহল জানিয়েছেন, পৈশাচিক হামলাকারী সাইফুজ্জামান দক্ষিন জালালপুর রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাগুরা ইউনিয়নের ধুলন্ডা ওয়ার্ড জামায়াতের সাবে সভাপতি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকা সহ এলাকার নিরিহ মানুষের উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। এবিষয়ে ইতোপূর্বে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও ব্যাবস্থা না নেওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছে। উক্ত মহিলা ও তাঁর কন্যার উপর হামলার বিষয়ে জানতে চাইলে সাইফুজ্জামান জানান, ওই মহিলার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, আর ঘটনাটি ইউপি সদস্য মো. আব্দার হোসেন মিটিয়ে দিয়েছেন। জানতে চাইলে ইউপি সদস্য আব্দার হোসেন জানান, এটি এলাকার ঘটনা; তাই শালিস করে আপোষ করে দিয়েছি। তবে অভিযোগ উঠেছে, সামাজিক নানান ক্ষতিসাধন সহ বিভিন্ন হুমকি-ধামকির কারনে হামলার শিকার হতদরিদ্র ওই মহিলা ও তাঁর কন্যা তথাকথিত ওই শালিস মানতে বাধ্য হয়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক জানান, উক্ত শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনার বিষয়ে কোনও অভিযোগ এখনও পাইনি। তবে ন্যাক্কারজনক এই বিষয়ে অভিযোগ পাইলে তদন্তপূর্বক তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেয়া হবে। এব্যাপারে তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা বলেন, এসংক্রান্তে অভিযোগ পাইলে অবশ্যয় ব্যাবস্থা নেয়া হবে।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.